শিরোনাম ::
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল টেকনাফের বসতঘরের আঙিনায় মাদকের টাকার জন্য মা’কে খুন: হত্যাকারী নিজেই ধরা দিয়েছে পুলিশের হাতে পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা পেকুয়ায় মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু সেন্টমার্টিনকে বাঁচাতে বিধিনিষেধ দেওয়া হয়েছে : উপদেষ্টা টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই তথ্য গোপন করে বিয়ের পিড়িতে কক্সবাজারের নুর! কক্সবাজার এসএসসি ৯৯ ক্রিকেট টুর্ণামেন্টে বেঙ্গল ৯৯ ও লিজেন্ড ফাইটার্স ৯৯ চকরিয়া’র শুভ সূচনা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নানা কর্মসূচীর মধ্য দিয়ে আলীকদমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সমাপ্ত

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

আলীকদম(বান্দরবান) প্রতিনিধি:

“পরিবার পরিকল্পনা , মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি , বাল্যবিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারন রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় ৫দিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।

২৩ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে বান্দরবানের আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গনে এই সেবা ও প্রচার সপ্তাহ এর সমাপনী অনুষ্টান অনুষ্ঠিত হয় ।

সমাপনী অনুষ্টান উপলক্ষে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একইস্থানে এসে সমাবেত হয়। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা:অংচালু এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আমির হোসেন।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা,পার্বত্য জেলা পরিষদের সদস্য দুংড়িমং মারমা,আলীকদম উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন,শিরিন আক্তার,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নাছিরউদ্দিন, আলীকদম ১নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো:জামাল উদ্দিন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন, আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:বেলাল উদ্দিন আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীরা।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা:অংচালু বলেন, মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। বাল্যবিবাহ বন্ধ এবং অনাকাঙ্খিত গর্ভধারন এর বিষয়ে কিশোরীদের সচেতনতা বৃদ্ধি করে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এসময় তিনি পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবা গ্রহণের জন্য কিশোরী ও নারীদের আহবান জানান।

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এবারে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা, মা ও শিশুর স্বাস্থ্য সেবা,কিশোর-কিশোরী এবং সাধারণ রোগীদের সেবা এবং বিশেষ সেবা হিসেবে হাইজিন কিটস,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং জরায়ু মুখ এবং স্তন ক্যান্সার পরীক্ষা সেবা প্রদান করা হয়।


আরো খবর: