শিরোনাম ::
বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক চকরিয়ায় মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত চকরিয়া পেকুয়ার প্রবাসি রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে হেল্পডেক্স চালু সাগরে মাছ ধরতে গিয়ে ২৩ দিন ধরে নিখোঁজ চকরিয়ার সাহারবিলের জেলে কমল সেন নায়িকা পরীমণির প্রথম স্বামী নিহত: যা জানালো পুলিশ ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ জনের প্রাণ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় ঘুমধুম সীমান্তে ইয়াবা নিয়ে বাংলাদেশি-রোহিঙ্গাসহ ৪ মাদক চোরাকারবারি আটক মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল টেকনাফের বসতঘরের আঙিনায় মাদকের টাকার জন্য মা’কে খুন: হত্যাকারী নিজেই ধরা দিয়েছে পুলিশের হাতে
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে এক উপজাতি নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

মোঃ জয়নাল আবেদীন টুক্কু::

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে এক উপজাতি নিহত হয়েছে। তার নাম ওয়েফা মারমা (৩৪)। রোববার (২০ ফেব্রুয়ারী সকালে এ ঘটনা ঘটে।

নিহত ওয়েফা মারমা সোনাইছড়ি ইউপির লামারপাড়া’র উসাপু মারমার ছেলে। সে পেশায় একজন রাখাল ছিলেন। স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি বটতলী এলাকার বৈদ্যপাড়া রাস্তা পারাপারের সময় এক দল বন্যহাতির কবলে পড়ে ওয়েফা। সে পালানোর সময় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায়।

সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মারমা জানান,খবর পেয়ে স্থানীয়রা ওয়েফা মারমাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের পক্ষ হয়ে নিহতের লাশ সৎকারের জন্য ৫ হাজার টাকা অনুদান দেন।

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, সোনাইছড়িতে বন্যহাতির আক্রমণে ১ জনের মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় তাকে উদ্ধার করে লাশ সৎকারের ব্যবস্থা করা হয়েছে।


আরো খবর: