মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হল বান্দরবানে ২ সম্প্রদায়ের বিজু ও বিষু উৎসব

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি::

নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হল বান্দরবানে ২ সম্প্রদায়ের বিজু ও বিষু উৎসব ।

আজ ১২ এপ্রিল মঙ্গলবার সকালে বান্দরবানের শঙ্খ নদীতে ফুল ভাসিয়ে চাকমা ও তংঞ্চ্যাদের সম্প্রদায় এই বিজু ও বিষু উৎসব পালন করে ।

১২- ১৪ তারিখ এই তিন দিন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উৎসবটি শেষ হবে।

ভোরে ঘুম থেকে উঠে দলবেঁধে ফুল সংগ্রহ করে সকল বয়সে নারী-পুরুষ ।
পরে কলা পাতায় ফুল দিয়ে নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে সকলের রোগ মুক্তির জন্য আরোগ্য কামনা করেন।

করোনাভাইরাসের কারনে দুই বছর পর এবারে সামাজিক উৎসব বিজু ও বিষু পালন করতে পেরে খুশি তারা।


আরো খবর: