সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট!

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট!


ইসলামবাদ, ১৩ ফেব্রুয়ারি – পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন না বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দ্য নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

আগামী ২৬ ফেব্রুয়ারি দেশটিতে নবনির্বাচিত জাতীয় পরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠান হতে পারে। নির্বাচিত সদস্যরা আইনসভায় শপথ নিলে তারা প্রাদেশিক পরিষদের সদস্য থাকবেন না।

সংসদীয় সূত্র জানিয়েছে, সিনেট সদস্যরা ৮ মার্চের আগে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন। তবে এক সপ্তাহ আগে রাষ্ট্রপতি নির্বাচন হলে বর্তমান প্রেসিডেন্টই নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন।

সূত্র আরও জানায়, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যরা শপথ নিলে তারা সিনেট সদস্য নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হবেন। তাদের শপথ সম্পন্ন হলে সিনেট নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এতে চার দিন সময় লাগতে পারে। এরপর শুরু হবে প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল।

অন্যদিকে জাতীয় পরিষদের স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধানমন্ত্রী এবং প্রাদেশিক পরিষদগুলোয় মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য পাঁচ দিনের তফসিল শুরু হবে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট আরিফ আলভি ১৪ আগস্ট, ২০২২ সালে সে সময়কার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে শপথ পড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সে সময় সিনেট চেয়ারম্যানকে এই দায়িত্ব পালন করতে হয়।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪





আরো খবর: