ঢাকা, ২৭ নভেম্বর – সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন নবগঠিত ৫ সংস্কার কমিশনের প্রধানরা। কমিশনের সদস্যরাও প্রতিটি সভায় অংশ নেওয়ার জন্য সম্মানি পাবেন।
আজ বুধবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগের সংস্কার কমিশনগুলোর চেয়ারম্যান ও সদস্যরাও একই পদমর্যাদা ও সুবিধা পেয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কমিশন প্রধানরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনগুলোর সদস্যদের মধ্যে যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত নয়, তারা কমিশনের প্রত্যেক সভায় অংশ নেওয়ার জন্য ১০ হাজার টাকা সম্মানি এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতরা অংশ নেওয়ার জন্য ৫ হাজার টাকা সম্মানি পাবেন।
কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করবেন।