রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত কঠিন কাজ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত কঠিন কাজ


টাঙ্গাইল, ১৬ সেপ্টেম্বর – কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন একটি কাজ। দ্রব্যের দাম মূলত চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে। তারপরও দ্রব্যমূল্য ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, দ্ররিদ্র ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি। এজন্য আমরা একটি পদক্ষেপ নিয়েছি, সফল হবো কিনা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে কিছুটা হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছি।

আজ শনিবার বিকালে টাঙ্গাইলের সখীপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ আয়েজিত সৃষ্টি সংঘ মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি বলেছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে আসবে না, অথচ সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের কাছে এই প্রক্রিয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সারা পৃথিবীতেই এভাবে নির্বাচন হয়।

তিনি বলেন, এ দেশ ছিল ভিক্ষুকের দেশ, ক্ষুধার দেশ ও দুর্ভিক্ষের দেশ। ভিক্ষার ঝুলি নিয়ে আমরা সারা পৃথিবীতে ঘুরে বেড়াতাম। আমাদের কোনো সম্মান ছিল না। বঙ্গবন্ধু বলতেন, ভিক্ষুকের কোনো সম্মান নেই। সেই ভিক্ষুকের জাতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক উন্নত জাতিতে রূপান্তর করেছেন।

তিনি আরও বলেন, তারুণ্য শক্তি, তারুণ্যই প্রদর্শক। বংলাদেশের লাখ লাখ তরুণ প্রধানমন্ত্রীর উন্নয়নকে অভিনন্দন জানায়, সমর্থন জানায় এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চায়। বিএনপির সব অশুভ কর্মকাণ্ড, তাদের সন্ত্রাস, জঙ্গিবাদ এবং ষড়যন্ত্রকে রুখে দেবে এদেশের যুবসমাজ। তরুণ সমাজ, যুব সমাজকে নিয়েই বিএনপির সকল চক্রান্তকে মোকাবিলা করা হবে।

শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদের সভাপতি জুলফিকার হায়দার কামালের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় প্রমুখ।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৬ সেপ্টেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত কঠিন কাজ first appeared on DesheBideshe.



আরো খবর: