গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::
দ্বীপ উপজেলা মহেশখালীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গণভবন থেকে ২১ জুলাই (বৃহস্পতিবার) সকালে মহেশখালী উপজেলার ভিডিও কনফারেন্স উপজেলার হলরুমে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উদ্বোধন করেন।
সারা দেশের ন্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সারা দেশে ২৬ হাজার ২২৯টি পরিবারকে ২শতক জমি ও ঘর প্রদান উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীন ও গৃহহীনদের ৫ টি পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন।
এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলার সহকারী কমিশন (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ,বিভিন্ন ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।