শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দুর্নীতির মামলায় জামিন পেলেন না ওসি প্রদীপ

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের দুর্নীতি মামলার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত আসামির জামিন নামঞ্জুর করেন। এসময় আসামি প্রদীপ এজলাসে উপস্থিত ছিলেন।

গত বছরের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদি হয়ে প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকিকেও আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

ওই বছরের ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন প্রদীপ কুমার দাশের সকল অবৈধ সম্পদ ক্রোক করার আবেদন জানালে সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত তার সম্পদ ক্রোক করার নির্দেশ দেন।


আরো খবর: