কক্সবাজারের চকরিয়ায় মো. লেদু মিয়া নামে দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে ছয়টি দেশীয় একনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে র্যাব-১৫’র এএসপি মো. বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মো. লেদু মিয়া চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে গরু চোর চক্রের অন্যতম সদস্য।
এএসপি বিল্লাল জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী লেদু মিয়া দীর্ঘদিন ধরে অস্ত্র বেচাকেনা, মাছের ঘের দখল ও গরু চুরির সঙ্গে জড়িত। তাকে ধরতে বেশ কিছুদিন ধরে চেষ্টা চালাচ্ছিল র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চৌয়ারফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে লেদু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ও গুলির কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি বাড়ির খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ৬টি দেশীয় একনলা বন্দুুক এবং ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, সন্ত্রাসী লেদু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, গরু চুরি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরো একটি মামলা করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।