শিরোনাম ::
মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রোঁ আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার যে কারণে গ্রেফতার হলেন ইসকন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দু’টি বিয়ে বাবার, মর্মান্তিক পরিণতি হয়েছিল সৎ মায়ের! মুখ খুললেন অমিতাভ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪


মুম্বাই, ১৬ অক্টোবর – পরিবারের কথা কখনোই সেভাবে শেয়ার করতে দেখা যায় না বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে। তার বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন বিখ্যাত কবি, এ তথ্য অনেকেরই অজানা নয়। তবে সম্প্রতি নিজের পরিবার নিয়ে মুখ খুলতে দেখা গেল তাকে।

জানালেন এমন কিছু অজানা কথা যা আগে কোনোদিনই শেয়ার করতে দেখা যায়নি তাকে। একবার নয়, দু’বার বিয়ে করেছিলেন হরিবংশ রাই বচ্চন, এ খবর অনেকেরই অজানা। তার দ্বিতীয় স্ত্রী তেজি বচ্চনের সন্তান অমিতাভ। কী হয়েছিল হরিবংশের প্রথম স্ত্রীর? কেন পরিণতি হয়েছিল মৃত্যু?

হরিবংশ রাই বচ্চন প্রথম বিয়ে করেছিলেন শ্যামা বচ্চনকে। ১৯২৬ সালে ধুমধাম করে বিয়ে করেছিলেন তারা। সুখে ভরা বিবাহিত জীবন, সব কিছু ভালোই চলছিল। বিয়ের বেশ কিছু বছরের মধ্যেই আচমকাই টিবি অর্থাৎ যক্ষায় আক্রান্ত হন তিনি। সে সময় চিকিৎসা ব্যবস্থা এতটাও উন্নত ছিল না।

হাজার চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। অল্পকিছু দিনের মধ্যেই মারা যান শ্যামা। স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুর পর ভেঙে পড়েন হরিবংশ। সেই প্রসঙ্গ টেনে এনেই অমিতাভের বক্তব্য, ‘আমার বাবার প্রথম স্ত্রী মারা গেল। এরপরেই অদ্ভুত এক অবস্থার মধ্যে চলে যান তিনি। হতাশা ক্রমশ গ্রাস করতে থাকে তাকে। সেই সময় যে যে কবিতা তিনি লিখেছিলেন সেগুলো বিষাদ মাখা।’

এরকমই একটা অবস্থার মধ্যেই তেজি বচ্চনের সঙ্গে আলাপ হয় হরিবংশের। তেজির ভালোবাসায় ধরা দেন অমিতাভের বাবা। দ্বিতীয়বার বিয়ে করেন। বিয়ের এক বছরের মধ্যেই জন্ম হয় অমিতাভ বচ্চনের। জীবনের শেষদিন পর্যন্ত মা-বাবার প্রতি দায়িত্ব পালন করেছেন অমিতাভ। বৃদ্ধ বয়সে মুম্বাইয়ে নিজের কাছে এনে রাখতেও দ্বিধাবোধ করেননি তিনি।



আরো খবর: