রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দক্ষতা উন্নয়নে উখিয়ায় স্কাসের কিয়ার গিভিং প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি::

দেশের বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, সুবিধাবঞ্চিত দরিদ্রদের কর্মসংস্থান এবং আয় সৃষ্টিকারী কার্যক্রম, জীবনযাত্রার মান উন্নত, সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা বিকাশ, কারিগরি শিক্ষার উন্নয়ন এর লক্ষ্যে সরকারের সহযোগী সংস্থা হিসেবে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) মার্কেট ড্রাইভেন কিয়ারগিভিং প্রশিক্ষণ কেন্দ্র শুভ উদ্ভোধন করেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন ২নং ওয়ার্ড হিজলিয়া গ্রামে প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন হয়।

উদ্বোধন অনুষ্ঠানে, স্কাসের সহকারী পরিচালক তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ২আই এর কক্সবাজার অঞ্চলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাকসুদুল কবীর সোহেল।

এইসময় প্রধান অতিথি বলেন, কেয়ারগিভিং কোর্স শেষে আপনি যেকোন হসপিটাল বা ব্যক্তিগত প্রতিষ্ঠানে নার্সিং সেবায় নিযুক্ত হতে পারবেন। এছাড়া এই কেয়ারগিভিং প্রশিক্ষণের সনদপত্র নিয়ে দেশের বাইরেও কর্মসংস্থানের সুযোগ ব্যাপক চাহিদা রয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন,স্কাসের চিফ ফিন্যান্স ও এডমিন অফিসার শরীফ আহমেদ,মানব সম্পদ কর্মকর্তা সজিব চন্দ্র দাস, হিসাব কর্মকর্তা কর্মকর্তা আব্দুল মতিন,উক্ত প্রকল্পের সমন্বয়কারী আবুল কালাম আজাদ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,স্কাসের সেফগার্ডিং ফোকাল মোমেনা বেগম, দিপুল দাসসহ প্রশিক্ষনার্থীরা।


আরো খবর: