শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ সেই কিশোরের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪


ঢাকা, ০২ জানুয়ারি – রাজধানীর কামরাঙ্গীরচরে থার্টি ফার্স্ট নাইটে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ হয়েছিল সিয়াম (১৬) নামে এক কিশোর। সোমবার দিনগত মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক ও সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সিয়ামের বাবা স্বপন বেপারী বলেন, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে কেরোসিন তেলে আগুন ধরে যায়। পরে আগুন নেভাতে গিয়ে আমার দুই ভাইসহ আমার ছেলে দগ্ধ হয়। পরে তাদের তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে দুই ভাইকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ভর্তি করা হয় সিয়ামকে। সোমবার মধ্যরাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, সিয়ামের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে ৩১ ডিসেম্বর রাত সোয়া ১২টার দিকে কামরাঙ্গীরচরের মুজিবরের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০২ জানুয়ারি ২০২৪


আরো খবর: