শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

তেহরান সফরে রুশ প্রধানমন্ত্রী মিখাইল

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪



তেহরান, ০১ অক্টোবর – ইরানের রাজধানী তেহরান পৌঁছেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।সোমবার (৩০ সেপ্টেম্বর) দেশটির নেতাদের সঙ্গে আলোচনা করতে তিনি সেখানে পৌঁছান। এক প্রতিবেদনে রুশ সংবাদ সংস্থা তাস ও মেহের নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, বর্তমানে রুশ প্রধানমন্ত্রী তেহরানে অবস্থান করছেন। সফরে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।দু’পক্ষের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং মানবিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে দু দেশের সংবাদমাধ্যম।এ ছাড়াও পরিবহন, জ্বালানি এবং শিল্প খাতে যৌথ প্রকল্পগুলোতে বিশেষ মনোযোগ দেওয়ার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।সূত্র: আরটিভি নিউজআইএ/ ০১ অক্টোবর ২০২৪



আরো খবর: