শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে ইসরায়েল

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে ইসরায়েল


জেরুজালেম, ০৪ জুন – প্রতিবেশী লেবানন থেকে রকেট ও ড্রোন ছোড়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে দাবানল শুরু হয়, যা এখন তীব্র আকারে ছড়িয়ে পড়েছে। দেশটি দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক ইউনিট কাজ করে যাচ্ছে। কিরিয়াত শমোনা থেকে বেশ কিছু বাড়ি থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, অগ্নিনির্বাপক দলের সদস্যদের সহযোগিতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

তারা বলছে, ঘন ধোঁয়ার কারণে আইডিএফের ছয় রিজার্ভ সৈন্য সামান্য আহত হয়েছেন। সেনাবাহিনী থেকে আরও বলা হয়েছে, যেসব জায়গায় আগুন লেগেছে সেনাবাহিনী তা নিয়ন্ত্রণে নিতে পেরেছে। এই মুহূর্তে কোনো মানুষের জীবন ঝুঁকিতে নেই।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, তারা সেনাবাহিনীর সঙ্গে দাবানলের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

লেবাননের রকেট হামলার পর সোমবার এই আগুনের সূত্রপাত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উল্লেখ করা হয়।

প্রতিশোধ হিসেবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৪ জুন ২০২৪





আরো খবর: