মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

তিন কোম্পানির শেয়ার কারসাজিতে ১৩৫ কোটি টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ১১ ডিসেম্বর – ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন ও বাংলাদেশ ফাইনান্স লিমিটেডের (বিডি ফাইন্যান্স) শেয়ার নিয়ে কারসাজি করার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩৪ কোটি ৬১ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২০২০ থেকে ২০২২ সালের বিভিন্ন সময়ে কোম্পানি তিনটির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটে। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩৫তম কমিশন সভায় এই জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জরিমানার কবলে পড়াদের তালিকায় রয়েছে- বিকন ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নুরুন নাহার, ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য এবাদুল করিম, তাদের কন্যা, কোম্পানিটির পরিচালক রিসানা করিম ও সোহেল আলম।

ওরিয়ন ইনফিউশন
বিএসইসি থেকে জানানো হয়, ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬০ কোটি ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটির শেয়ার কারসাজিতে মো. সোহেল আলমকে ১৮ দশমিক ৪০ কোটি টাকা, এখলাসুর রহমানকে ১৪ দশমিক ৬০ কোটি টাকা, মোহাম্মদ এবাদুল করিমকে ১৩ দশমিক ১৫ কোটি টাকা, রিসানা করিমকে ৬ কোটি টাকা, বিকন মেডিকেয়ারকে ৫ দশমিক ৫০ কোটি টাকা, বিকন ফার্মাসিউটিক্যালস-ইপিএফকে ১ দশমিক ৪৫ কোটি টাকা, বিকন ফার্মাসিউটিক্যালস-ইজিএফকে ১ কোটি টাকা, নুরুননাহার করিমকে ১০ লাখ টাকা ও বিকন ফার্মাসিউটিক্যালসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি আরও জানিয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে ২০২২ সালের ২১ জুন থেকে ১২ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজি করেন।

বিএসইসি জানায়, ২০২০ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে কোম্পানিটির শেয়ার নিয়ে এই ব্যক্তিরা কারসাজি করেছেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১১ ডিসেম্বর ২০২৪



আরো খবর: