শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঢাকা বিভাগীয় কার্যালয়ে তিন দিনে ১১৯ মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩


ঢাকা, ৩০ নভেম্বর – ঢাকা বিভাগীয় কার্যালয়ে তিন দিনে ১১৯টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান। আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

তিনি জানান, গত ২৮ নভেম্বর থেকে আজ ৩০ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১১৯টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগ ১৩টি, জাতীয় পার্টি ১৭টি, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি ১২টি, জাকের পার্টি ৬টি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ ৩টি, জাতীয় পার্টি-জেপি ২টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ ১২টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি ৬টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি, তৃণমূল বিএনপি ৭টি, বিকল্পধারা বাংলাদেশ ১টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএম ১টি, বাংলাদেশ কংগ্রেস ৬টি, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) ২টি, ইসলামী ঐক্যজোট (আইওজে) ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি ৬টি, গণতন্ত্রী পার্টি ১টি, মুক্তিজোট ৪টি, গণ ফ্রন্ট ৩টি, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট ২টি ও স্বতন্ত্র ১৩টি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। জাতীয় সংসদের প্রথম অধিবেশ বসেছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ৩০ নভেম্বর ২০২৩


আরো খবর: