রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছবে ট্রেন। এর জন্য দ্রুতগতিতে এগিয়ে চলছে সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প দোহাজারি-কক্সবাজার রেললাইনের কাজ। এরই মধ্যে এ প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে। ’
আজ মঙ্গলবার সকালে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে রেলমন্ত্রী এসব কথা বলেন।
তিনি প্রথমে আইকনিক স্টেশন, এরপর রামু স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এরপর চকরিয়ার ডুলহাজার রেললাইন কাজ পরিদর্শনে যান।
এসময় রেলমন্ত্রী আরও বলেন, ‘কক্সবাজারের ঝিংলজা ইউনিয়নের চান্দেরপাড়াস্থ নির্মাণাধীন ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশনটি অনন্য স্থাপত্যশৈলী ও দৃশ্য নন্দন। যার নিমার্ণ কাজ শেষ পর্যায়ে।