ঢাকা, ০৩ নভেম্বর – দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৪, ঢাকা বিভাগে ২৫৫, বরিশালে ১১৮, চট্টগ্রামে ২১৪, খুলনায় ১৫৪, রাজশাহীতে ৫৭, ময়মনসিংহে ৩১ ও সিলেটে ৯।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৪৭১ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৩১৪ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।
সূত্র: আমাদের সময়
আইএ/ ০৩ নভেম্বর ২০২৪
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০৬ first appeared on DesheBideshe.