ঢাকা, ০২ জুলাই – দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গুতে আক্রান্ত ৪৯ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ১৯ জন। এ ছাড়া ঢাকা সিটির বাইরে ঢাকা জেলায় চারজন, চট্টগ্রাম বিভাগে ১৭, বরিশাল বিভাগে ৭ ও খুলনা বিভাগে দুই ডেঙ্গু রোগী হাসাপাতালে ভর্তি হয়েছেন।
বিভিন্ন হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত ১২১ রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৭৪ জন; ঢাকার বাইরে ছিলেন ৪৭ জন।
এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫১ জনে। তাদের মধ্যে ৪৬ জন মারা গেছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ জুলাই ২০২৪
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৯ first appeared on DesheBideshe.