রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন
সমুদ্রসৈকতে ভেসে আসে মৃত ডলফিন

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। এর পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার দুপুরের দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া নৌকা ঘাটে ডলফিনটি মৃত অবস্থায় ভেসে আসে।

সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হোসাইন জানান, ডলফিনটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট। ডলফিনটির শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এটি রক্তাক্ত অবস্থায় জোয়ারের সময় ভেসে আসে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ডলফিনটি উদ্ধার করে মাটিতে পুঁতে দেওয়ার জন্য মৎস্য বিভাগ এবং বন বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।


আরো খবর: