শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

আব্দুস সালাম,টেকনাফ::
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

আসন্ন ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন ফরম দাখিল করেছেন।

বৃহস্পতিবার (২ মে) মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন।

এ বিষয়টি করেন টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান।

টেকনাফ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা উপজেলা যুব লীগের সভাপতি নুরুল আলম, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ ও তাঁর ছেলে দিদার মিয়া।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন, টেকনাফ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম ও টেকনাফ পৌরসভা কুলাল পাড়া এলাকার আবু ছিদ্দিক আবু।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, হ্নীলা ইউনিয়নের মহিলা মেম্বার মর্জিনা আক্তার ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক গোলাপজান আক্তার মনোনয়ন ফরন জমা দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে টেকনাফ উপজেলায় মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে আগামী ৫ মে রবিবার।

উল্লেখ্য মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে রবিবার। প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে বুধবার।


আরো খবর: