শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ !

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

হেলাল উদ্দিন, টেকনাফ :: টেকনাফে ৮ হাজার মিটার নতুন অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

অবৈধ কারেন্ট জাল রাখার দায়ে দোকানের মালিক পক্ষকে জরিমানা করা হয়েছে।

১২ জানুয়ারি বুধবার বিকেল তিনটার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন এপিবিএন পুলিশ সদস্যরা।

তিনি বলেন, আজ বুধবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর বাজারের অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ বান্ডিল জাল (প্রতি বান্ডিলে ৪০০ মিটার হিসেবে ৮হাজার মিটার কারেন্ট জাল) জব্দ করা হয়েছে। যাহার বাজারমূল্য ২ লাখ ৪০হাজার টাকা।

বিক্রয় নিষিদ্ধ এসব জল রাখার দায়ে দোকানের মালিক পক্ষকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী বলেন, জব্দ করা নতুন জালগুলো সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

দোকানের মালিক পক্ষের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। আগামীতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর: