নিজস্ব প্রতিবেদক::
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অভিযানে মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ নুর কবির (৩৫) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযুক্তের বাড়ি উখিয়ার বালুখালী এফডিএমএন ক্যাম্পে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, মায়ানমার থেকে নাফ নদীর মাধ্যমে ইয়াবার একটি বড় চালান আসতে পারে। এর ভিত্তিতে লেদা বিওপির একটি দল খরেরদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে। দুপুরে সন্দেহভাজন নুর কবিরকে নদী পার হয়ে আসতে দেখে বিজিবি তাকে চারদিক থেকে ঘেরাও করে আটক করে। তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত নুর কবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট এনে বাংলাদেশে পাচার করে আসছে। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মাদক পাচার রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।