কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) জব্দ করেছে বিজিবি। এসময় একজনকে আটকও করা হয়েছে।
রোববার (২৬ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
আটক ব্যক্তির নাম মাহমুদ উল্লাহ (৪২)। তিনি টেকনাফ বড়ইতলীর নুরুল আলমের ছেলে।
২-বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল বড়ইতলী নামক এলাকায় অভিযান চালায়। এসময় মিয়ানমার থেকে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে নাফ নদী দিয়ে একটি কাঠের নৌকা আসতে দেখে বিজিবি সদস্যরা। পরে তারা নৌকাটিকে চ্যালেঞ্জ করে। এসময় নৌকা ফেলে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে নৌকার ভেতর থেকে ২ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) জব্দ করা হয়। এছাড়া ৩৯ প্যাকেট রিচ কফি, ২০ কেজি কারেন্ট জাল ও ৮০ কেজি সুতার জালও জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।