কক্সবাজারের টেকনাফে হত্যা মামলার অভিযোগে ২০ বছর বয়সী মোহাম্মদ আলমকে শুক্রবার গ্রেফতার করেছে র্যাব। হত্যার ২৪ ঘণ্টার মধ্যে এই গ্রেফতার করা হয়।
আলমকে কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইক্যাং এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি মোহাম্মদ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির হত্যার প্রধান সন্দেহভাজন। রফিকুলকে ২ আগস্ট টেকনাফ সদর এলাকায় হত্যা করা হয়।
র্যাব জানিয়েছে, আলম হত্যার পর থেকে হোয়াইক্যাং এলাকায় আত্মগোপন করছিলেন। তার অবস্থানের বিষয়ে তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
আলম টেকনাফ সদর এলাকার বাসিন্দা। তার আগেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে, যার মধ্যে রয়েছে ডাকাতি ও চাঁদাবাজি।
র্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী জানিয়েছেন, আলমকে আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।