বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ২০ হাজার ইয়াবা চার কেজি গাঁজাসহ দুই নারী ও দুই পুরুষ আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১১ এপ্রিল, ২০২২

হেলাল উদ্দিন টেকনাফ ::

দুই নারী ও দুই পুরুষকে ইয়াবা ও গাঁজা সহ আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ হাজার ইয়াবা বড়ি ও ৪ কেজি গাঁজা।

রোববার ভোরে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কুলাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান।

আটকরা হলেন- টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুলাল পাড়ার মৃত মোক্তারের মেয়ে সনজিদা বেগম প্রকাশ পাতুলী (৩০), একই এলাকার সোনা আলীর মেয়ে ফিরোজা বেগম (২০), মৃত নুর ইসলামের ছেলে সাইফুল ইসলাম প্রকাশ গিরিল (২৮) ও সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার ইমাম হোছনের ছেলে মো. মিজান (২০)।

ওসি বলেন, গোপন খবরে সনজিদা বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা, ৪ কেজি গাঁজা সহ মাদক কারবারে ব্যবহৃত ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

পরে সনজিদাসহ চারজনকে আটক করে পুলিশ।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি হাফিজুর।


আরো খবর: