বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ১১ কোটি টাকার আইস-ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

কক্সবাজার টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছ টেকনাফ ২ ব্যাটালিয়ন (বিজিবি)।

এ ঘটনায় রায়লা বেগম (৫৫) নামে এক নারী মাদক পাচারকারীকে আটক করা হয়। গ্রেপ্তার রায়লা বেগম টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মৃত তৈয়ম গোলালের কন্যা ।

রবিবার (১০ নভেম্বর) রাতে হ্নীলা চৌধুরীপাড়া এলাকায় ও দমদমিয়া চেকপোস্ট থেকে এসব মাদক উদ্ধার ও নারীকে আটক করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ভোররাতে হ্নীলা চৌধুরীপাড়া এলাকায় এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে ব্যাগ ফেলে রাতের অন্ধকারে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

অন্যদিকে, দমদমিয়া চেকপোস্টে টেকনাফ কক্সবাজারগামী একটি (পালকি পরিবহন) বাসে তল্লাশি কালে একজন মহিলা যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। উক্ত মহিলা স্বীকারোক্তিতে তার হাতে থাকা নাস্তার ব্যাগের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৪ হাজার ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।


আরো খবর: