মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে র‍্যাবের অভিযানে ২ হাজার ইয়াবাসহ আটক ১

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

টেকনাফের কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে ২হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা।

সোমবার সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন, নরসিংদী জেলার পৌরসভার কাউরিয়া পাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ পাভেল (২০)।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাহ উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং কাটাখালী গোলাম আকবর মেম্বারের ফসলী জমিতে বর্গা চাষি আবুল কালামের অস্থায়ী তাবুর পাশে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে- এমন তথ্যে র‍্যাবের একটিদল ঐ এলাকায় অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের দেহ তল্লাশি করে২হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: