বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে মুক্তিপণে ফিরেছে অপহৃত নয় কৃষক

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

টেকনাফের হোয়াইক্যং এলাকায় পাহাড়ি ঘোনায় কর্মরত অবস্থায় স্থানীয় ৭জন ও ২জন রোহিঙ্গাসহ অপহৃত ৯জন কৃষককে ২লাখ ৭৪হাজার টাকা মুক্তিপণে ছেড়ে দিয়েছে দূবৃর্ত্তরা।

জানা যায়, ৪ঠা নভেম্বর সকাল সাড়ে ৯টারদিকে উপজেলার হোয়াইক্যং কাঞ্জর পাড়ারস্থ করাচি পাড়া পাহাড়ি ঘোনায় ক্ষেতে কাজ করার সময় অপহৃত স্থানীয় নুরুল ইসলামের পুত্র আনোয়ার ইসলাম, বাঁচা মিয়ার পুত্র গিয়াস উদ্দিন, জালাল আহমদের পুত্র বেলাল উদ্দিন, আবুল হোছনের পুত্র আবু বক্কর, নুরুল আলমের পুত্র মুহাম্মদ আলম, আজিজুর রহমানের পুত্র কফিল ও নুরুল হোছাইন এবং অজ্ঞাত ২জন রোহিঙ্গাসহ ৯জন কৃষক বাড়িতে ফিরে আসে।জনৈক ভিকটিম আনোয়ারের ভাই ছৈয়দ কামাল ২লাখ ৭৪হাজার টাকা মুক্তিপণে ভিকটিমেরা ফিরে আসার বিষয়টি স্থানীয় জনসাধারণ ও গণমাধ্যম কর্মীদের নিকট স্বীকার করেন।

উল্লেখ্য,গত ২রা নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কাঞ্জর পাড়ারস্থ করাচি পাড়া পাহাড়ি ঘোনায় ক্ষেতে কাজ করার সময় ২জন রোহিঙ্গাসহ ৯জন কৃষককে পাহাড়ি অপহরণকারী চক্রের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা ভয়ভীতি প্রদর্শন করলে ভিকটিমের পরিবার কৌশলে ২লাখ ৭৪হাজার টাকা মুক্তিপণ দিলে সকালে ভিকটিমদের ছেড়ে দিলে তারা ঘরে পৌছেন।


আরো খবর: