বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

আব্দুস সালাম, টেকনাফ::

কক্সবাজারের টেকনাফে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ,উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রণয় রুদ্র।

সভায় উপজেলা চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, মানব পাচার, অপহরণ, অবৈধ যানবাহনসহ সরকারের চলমান বিভিন্ন কাজের উন্নয়ন আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলোচনা করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানগণসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বিজিবি, কোস্টগার্ড, শিক্ষক, ইমাম, সাংবাদিক প্রমূখ। বক্তারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। বর্তমানে আইন শৃংখলা বাহিনী কঠোর নজরদারীর মধ্যে রয়েছে। বক্তারা আরো বলেন শুরু মাত্র আইন শৃঙ্খলা বাহিনী একার পক্ষে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ সম্ভব নয় সমাজের সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রয়াসে সবকিছু সম্ভব।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন- টেকনাফের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক চোরাচালান, হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব পাশে দ্বীপে অবস্থিত রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ নবী হোসেন বাহিনীর অবস্থানসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে সকলকে সকল দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন তিনি।


আরো খবর: