শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ‘মাদক কারবারি’দের সঙ্গে বিজিবির সংঘর্ষে নিহত ১

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২ আগস্ট, ২০২৩

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে ‘মাদক কারবারি’দের সংঘর্ষ হয়েছে। এতে এক রোহিঙ্গা নিহত ও বিজিবির এক সদস্যসহ অন্তত সাত জন আহত হয়েছে। বিপুল ইয়াবাসহ আটক করা হয়েছে একজনকে।

বুধবার বেলা সাড়ে ১২টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিজিবি সদস্যরা ইয়াবা উদ্ধারে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন টেকনাফের হ্নীলার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রফিক (৪৮)।

এ ঘটনায় গুরুতর আহত বিজিবি সদস্য মোহাম্মদুল (২২)সহ গুলিবিদ্ধ হয়ে আহত সাত জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিপুল ইয়াবাসহ আটক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী জাফর আলমকে।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানিয়েছেন, লেদা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলমের ভাই জাফর আলমের বাড়িতে বিজিবির একটি দল অভিযান চালায়।

“অভিযানের পর ইয়াবাসহ একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ মাদক কারবারিসহ রোহিঙ্গা ও স্থানীয়রা বিজিবির ওপর হামলা চালায়। বিজিবিও পাল্টা গুলি করে। এ ঘটনায় একজন নিহতসহ ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।”

এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর শুনেছেন জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিষয়টি বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, ইয়াবা উদ্ধারের অভিযানে বিজিবি ওপর হামলা, গুলি ও পাল্টা গুলির ঘটনা ঘটেছে। বিষয়টি পরে বিস্তারিত গণমাধ্যমে জানানো হবে।


আরো খবর: