রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে মাদকের চালানসহ আটক-১

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়,২১ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের বড় হাবিব পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযানে যায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে স্থানীয় লিয়াকত আলীর পুত্র জাহাঙ্গীর আলম (১৯) কে ১টি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগটি তল্লাশী করে ৬হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।


আরো খবর: