রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২

হেলাল উদ্দিন,টেকনাফ :: টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ ইয়াবা ও একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সৈয়দ আহাম্মদ (৪২) নামে এক রোহিঙ্গা অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

১২ ফেব্রুয়ারি শনিবার রাতে কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দুপুর পৌনে ৩টায় টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এ সময়ে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আহাম্মদ (৪২)কে আটক করা হয়।

পরে তার সাথে থাকা শপিং ব্যাগ ও দেহ তল্লাশি করে ১টি ম্যাগাজিনসহসহ ১টি বিদেশী তৈরি পিস্তল ও ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: