শিরোনাম ::
‘এবার শো-রুম উদ্বোধন করতে গিয়ে বাঁধার মুখে পড়লেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী’ উখিয়া কলেজে চার শিক্ষকের বিদায় সংবর্ধনা মহেশখালীতে দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা! দুই রোহিঙ্গাসহ টেকনাফে ৯ কৃষক অপহরণ মহেশখালীতে সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেপ্তার মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে উখিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ রামুতে খড়ের গাদার পাশ থেকে ব্যক্তির লাশ উদ্ধার
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে বিজিবির অভিযানে অটোরিক্সা তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

আব্দুস সালাম, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালি এলাকা থেকে অটোরিক্সা তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১২ হতে আনুমানিক ৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের আলীখালী এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল আলীখালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে। কিছুক্ষণ পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী একটি সন্দেহভাজন অটোরিক্সা অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশির জন্য সংকেত দেয়া হয়। উক্ত অটো রিক্সাটি বিজিবি অস্থায়ী চেক পোস্টের দিকে আসতে থাকলে অটো রিক্সায় থাকা একজন যাত্রী দ্রুত অটো রিক্সা থেকে লাফ দিয়ে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল অটোরিকশাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে উক্ত যাত্রীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, টহলদল উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।


আরো খবর: