শিরোনাম ::
অন্তর্বর্তী সরকার নিয়ে এপিজির প্রতিবেদনের নিন্দা ব্রিটিশ এমপি রূপা হকের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের অভিযান প্রথম দিন থেকেই অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে ছাগলকাণ্ডের মতিউর রিমান্ড শেষে কারাগারে নির্বাচন নিয়ে সরকারের ভাসাভাসা রোডম্যাপে সন্তুষ্ট নই নতুন করে শৈত্যপ্রবাহের কথা জানাল আবহাওয়া অফিস টেকনাফে পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ, আটক ২ মহেশখালীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৫, চোলাই মদ উদ্ধার মহেশখালীতে দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ ব্যবসায়ীকে জরিমানা! ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে যোগ দিচ্ছেন না জাস্টিন ট্রুডো
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ, আটক ২

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

আব্দুস সালাম, টেকনাফ ;

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা এবং একটি সিএনজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের পরিচয়: শামসু উদ্দিন (৩৭): টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার বাসিন্দা, মকতুল হোছনের ছেলে, আবুল হোছন (২৮): একই ইউনিয়নের কাঞ্জরপাড়ার বাসিন্দা, আবুল কাশেমের ছেলে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, শনিবার (১৮ জানুয়ারি) ভোরে উনচিপ্রাং বিওপির দায়িত্বাধীন এলাকা লম্বাবিল শাহজাহানের ডিয়া এলাকায় মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

টহল দল সন্দেহভাজন একজনকে ফরিদ হাজীর মাছের ঘের এলাকায় ঘোরাফেরা করতে দেখে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মায়ানমার থেকে ইয়াবা পাচারের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘেরের কাছে তল্লাশি চালিয়ে বিশেষভাবে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একইদিনে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি জোরদার করে।

একটি সিএনজি থামিয়ে তল্লাশির সময় চালকের সন্দেহজনক আচরণের কারণে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। চালকের সিটের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সিএনজিটিও জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান,”আটককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।”

বিজিবি জানিয়েছে, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।


আরো খবর: