শিরোনাম ::
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে পুলিশের অভিযানে বিদশী বিয়ার ও মোটরসাইকেলসহ আটক-৩

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৪ জুলাই, ২০২২

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল তিন রাস্তার মোড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১২ ক্যান বিয়ার,একটি মোটর সাইকেল ও নগদ টাকাসহ ৩ যুবককে আটক করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,রবিবার (৩ জুলাই) রাতে টেকনাফ মডল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদতের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সাবরাং ইউপিস্থ মুন্ডার ডেইল তিন রাস্তার মোড় মো. আমিনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে আটক আসামীদের হেফাজত থেকে ১২ ক্যান (আন্ডামান গোল্ড) বিয়ার,একটি মোটর সাইকেল ও নগদ ১২ হাজার টাকাসহ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৯নং ওয়ার্ড ডাঙ্গর পাড়ার এলাকার মো.আব্দুল্লাহ এর ছেলে আব্দুল মোতালেব(২৭),একই এলাকার করিম উল্লাহ এর ছেলে ওসমান গণি(২০) ও হাফেজ আহম্মদের ছেলে ওমর ফারুক(২০) কে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর: