চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে সেগুন ও আকাশমনি কাঠের তৈরীকৃত ফার্নিচার টেকনাফে পাচার করছিলো একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকালে ফার্নিচার ভর্তি পিকআপটি জব্দ করেছে বনবিভাগ। তবে চালক পালিয়ে যায়।
সোমবার (৭ নভেম্বর) ভোর ৪টায় লোহাগাড়ায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদের নেতৃত্বে ফার্নিচার ভর্তি পিকআপটি আটক করা হয়।
বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে সেগুন আর আকাশমনি কাঠ কেটে তৈরী করা ফার্নিচার একটি পিকআপে করে লোহাগাড়া থেকে টেকনাফের উদ্দেশ্যে পাচার করা হচ্ছে।
এরপর অভিযান চালিয়ে ফার্নিচার ভর্তি পিকআপটি জব্দ করি। তবে অভিযানের বিষয়ে টের পেয় পিকআপে থাকা সদস্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয় এবং জব্দকৃত ফার্নিচার গুলো বনবিভাগের হেফাজতে রয়েছে।