বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

কক্সবাজারের দুর্বৃত্তের টেকনাফে ছুরিকাঘাতে নূর মোহাম্মদ (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে ।

নিহত যুবক নূর মোহাম্মদ (৩০) নয়াপাড়া ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।

তিনি জানান, সকালে নূর মোহাম্মদ নিজ বাসায় যাওয়ার পথে ক্যাম্প সংলগ্ন পানির ট্যাংকের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ওই যুবককে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন আইপিডি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অব্স্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার্ড করে। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরো খবর: