শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে গাছ চাপাপড়ে বৃদ্ধের মুত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৯ মে, ২০২২

টেকনাফে গাছ কাটতে গিয়ে গাছের নিচে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা উপজেলার সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা বশির আহমদ প্রকাশ বশির ড্রাইভার (৬২)।

শনিবার (২৮মে) দক্ষিণ নয়াপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ ও নিহতের স্বজনরা জানান,নিজ বসতবাড়িতে শ্রমিক নিয়ে একটি বড় গাছ কাটছিলেন। ওই গাছের বেশিরভাগ ডাল কাটা হলে তখন গাছটি হেলে পড়া শুরু হয়। এসময় শ্রমিকরা বশিরকে গাছের নিচথেকে দ্রুত সরে যেতে বললেও, গাছের মালিক বশির সরে যাওয়ার আগেই গাছটি মাথার উপর ঢলে পড়ে । তখন তিনি ঘটনা স্থলেই অজ্ঞান হয়ে মারা যান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি।


আরো খবর: