সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ক্রিস্টাল মেথসহ ২ মিয়ানমার যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৩১ মে, ২০২৪

কক্সবাজার জেলার টেকনাফে বিজিবি’র অভিযানে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ ২ জন মিয়ানমার নাগরিকে গ্রেফতার করেছে বিজিবি-২ এর টহলদল।

শুক্রবার (৩১ মে) ভোর রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে লচোরাচালান প্রতিরোধী আভিযানিক দল বর্ণিত এলাকায় কয়েকটি উপদলে আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

কিছুক্ষণ পর বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে প্লাস্টিকের বস্তা কাঁধে নিয়ে আসা অবস্থায় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে ধরে ফেলে।

এসময় তল্লাশি করে বস্তার ভেতর থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করতে সক্ষম হয়।


আরো খবর: