শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ক্যাম্পে অস্ত্রধারীর গুলিতে যুবক গুলিবিদ্ধ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

কক্সবাজারের টেকনাফের লেদা ক্যাম্পে হাবিব উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি পশ্চিম লেদা ক্যাম্পের হোসাইন আহমদের ছেলে। অস্ত্রধারীরা সোমবার রাতে লেদার নুরাআলী পাড়ার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটনাটি ঘটায়।

বিষয়টি নিশ্চিত করে এপিবিএন-১৬ এর অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, ‘অস্ত্রধারীর হাতে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালাচ্ছে।’

টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মো জাফর জানান, ‘অস্ত্রধারী খালেক ও চাকমা গ্রুপের সদস্যরা ডাকাতের প্রস্তুতি নিয়ে ক্যাম্পে প্রবেশকালে তাদের দেখে ফেলে হাবিব। এই সূত্র ধরে অস্ত্রধারীরা তাকে গুলি করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাজারে হাসপাতালে নিয়ে যায়।’


আরো খবর: