শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১ লক্ষ ৩৩ হাজার ইয়াবাসহ আটক-১

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১লাখ ৩৩হাজার পিস ইয়াবাসহ মো.আজমির আলী (৩০) এক চালককেে আটক করা হয়েছে। এসময় পাচারে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,শনিবার (১৯ফেব্রুয়ারী) ভোর ৪টার দিকে
গোপন সংবাদের বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে টেকনাফ থানাধীন নাইট্যং পাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ থামার জন্য সংকেত দেয়।

পরবর্তীতে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চালক যশোরের বেনাপোলের ছোট আচঁড়া গ্রামের মোঃ সোহরাবের ছেলে মোঃ আজমির আলী (৩০) কে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, কাভার্ডভ্যান এবং আটককৃত ইয়াবা পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: