শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে অপহৃত ৪ জন উদ্ধার, অপহরণকারী আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার ৪ জনকে উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাব। সোমবার রাতে বাহারছড়ার পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এ সময় অপহরণকারী ফরিদ আহমেদকে আটক করা হয়। ফরিদ নোয়াখালীর মৃত ফজল আহমদের ছেলে। উদ্ধার অপহৃতরা হলেন- নোয়াখালীয়াপাড়ার আমিনুর রহমান (১৪), নুর (১৩), ইলিয়াস (৩৮) ও সৈয়দ আহাম্মদ (৬৫)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, ‘পাহাড়ে অপহৃতদের অবস্থানের খবরে র‍্যাবসহ পুলিশের একটি দল বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া পাহাড়ে ৮ ঘণ্টা অভিযান চালিয়ে চার অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় এক অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধার ব্যক্তিদের আজ সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এদিকে ৩১ জুলাই সকালে ওই এলাকায় মো. ইলিয়াছ ও সৈয়দ আহমদ নামে স্থানীয় দুইজনকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। তার আগের দিন নোয়াখালীপাড়ার মোহাম্মদ মুবিনুল ও মোহাম্মদ নূর নামে আরও দুইজনকে অপহরণের পর ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’ মুক্তিপণ দাবি করে স্বজনদের কাছে।


আরো খবর: