বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে অপহৃত স্থানীয় যুবক উদ্ধার, দুই রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৮ জুন, ২০২২

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি আস্তানায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা অভিযান চালিয়ে স্থানীয় যুবক মো. উমর ফারুক(২৪) কে উদ্ধার করা হয়েছে । তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ’র ছেলে।

মঙ্গলবার(৭ জুন) সন্ধ্যায় টেকনাফ হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের পাশের পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৫ জুন (রবিবার) টেকনাফের শাহপরীর দ্বীপের স্থানীয় যুবক মো. উমর ফারুককে টেকনাফ নয়াপাড়া নিআন্ধিত ক্যাম্পের আই-ব্লক থেকে ক্যাম্পের কিছু রোহিঙ্গা সন্ত্রাসী অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স কয়েকটি টিমে বিভক্ত হয়ে সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করে।

এপিবিএন-এর আভিযানিক তৎপরতায় মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা হতে উমর ফারুককে উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত আই-ব্লকের নুর হোসেনের ছেলে নুর বশর(২০) ও খাইরুল আমিন(১৬)কে আটক করা হয়।

তিনি আরো জানান, ভিকটিম ও আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: