কক্সবাজারে টেকনাফের অপহৃত পাঁচজনের জন্য পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। অপহৃতদের উদ্ধারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী।
অপহৃতরা হলেন—টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে মো. আবুইয়া (২০)।
ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী বলেন, অপহরণের এক দিন পেরিয়ে গেলেও দুর্বৃত্তরা কাউকে ছাড়েনি। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে অপহৃতদের ছেড়ে দিতে স্বজনদের কাছে মোবাইল ফোনে কল দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে দুর্বৃত্তদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
অপহৃত কাইফ উল্লাহর বাবা মোহাম্মদ হাসান বলেন, বুধবার রাতে মোবাইল ফোন কল দিয়ে দুর্বৃত্তরা জনপ্রতি এক লাখ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। দাবিকৃত টাকা আদায় না করলে অপহৃতদের প্রাণে মেরে ফেলবে।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে পুলিশ অপহৃতদের উদ্ধারে টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে। তবে স্বজনদের কাছ থেকে দুর্বৃত্তদের মুক্তিপণ দাবির বিষয়টি পুলিশ অবহিত নয়। স্বজনরাও মুক্তিপণ দাবির বিষয়টি পুলিশকে অভিযোগ করেননি বলে জানান তিনি।
উল্লেখ্য, কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২১৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে একই সময়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।