সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফের হাফেজ উল্লাহ ইয়াবাসহ চট্টগ্রামে আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ টেকনাফের হাফেজ উল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৫ হাজার ১ শত ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা বলে র‌্যাব জানায়। আটককৃত ব্যক্তি মোঃ হাফেজ উল্লাহ (৬৩) টেকনাফ থানার ডেইল পাড়া গ্রামের মৃত তমিম গোলালের ছেলে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় কর্ণফুলী থেকে তাকে আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী পাকা রাস্তার উপর র‌্যাবের একটি দল অস্থায়ী চেকপোষ্টে গাড়ী তল্লাশী করে। এসময় শহরমুখী এক ব্যক্তি গাড়ি থেকে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার কাছ থেকে ৫ হাজার ১ শত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত আসামীর বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করছে। আটক মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: