বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফের ভুট্টো হত্যা মামলার দুই আসামি আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার টেকনাফের অলোচিত নুরুল হক ভুট্টো (৩০) হত্যা মামলার অন্যতম দুই আসামি আটক করেছে পুলিশ। তারা হলেন টেকনাফ সদরের মৌলভী পাড়ার আলী আহমদের ছেলে আবদুল খালেক (২৮)।

আরেকজন সন্দেহজনক আসামি মো. ইসমাইল (৩০)। তিনি ঘটনার মূল হোতা ও মামলার প্রধান আসামি মো.
একরামের সহযোগি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা দুইটার দিকে টেকনাফ সদরের মৌলভী পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা টেকনাফ মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) এস এম রউফ বুলবুল।

তিনি জানান, দুইজনের মধ্যে একজন ভুট্টো হত্যা
মামলার এজাহারভুক্ত আসামি। অন্যজনকে ‘সন্ধিগ্ধ হিসেবে আটক করা হয়েছে। তবে, তাদের বিরুদ্ধে অন্যান্য মামলাও রয়েছে।

গত ১৫ মে সন্ধ্যায় টেকনাফ-সাবরাং সড়কের মৌলভী পাড়া এলাকায় নুরুল হক ভুট্টোকে পিটিয়ে-কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় পরের দিন (১৬ মে) ১৭ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন ভিকটিম নুরুল হক ভুট্টোর ছোট ভাই নুরুল ইসলাম। যার মামলা নং-৪৭/৪৪। মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে আরো ১০ জন। এ পর্যন্ত ৫ আসামি গ্রেফতার হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি নুরুল হক ভুট্টো টেকনাফ সদর ৮ নং ওয়ার্ডের নাজিরপাড়ার মৃত এজাহার মিয়ার ছেলে। তিনি আত্মসমর্পন করে দীর্ঘদিন কারান্তরীন ছিলেন। তবে, জামিনে কারামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিলেন।


আরো খবর: