মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টিকটকে ওবায়দুল কাদেরের মৃত্যুর গুজব

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ১২ ডিসেম্বর – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন- সম্প্রতি একটি ভিডিওতে এমন দাবি করা হয়েছে। তবে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, ওবায়দুল কাদেরের মৃত্যুর তথ্যটি সঠিক নয়।

‘ওবায়দুল কাদের মারা গেছে’ শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর মারা গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। টিকটকের ওই ভিডিওটি প্রায় ৮ লাখ বার দেখা হয়েছে।

রিউমর স্ক্যানার বলছে, ওবায়দুল কাদের মারা যাননি। ২০২১ সালে তিনি অসুস্থ হলে সে সময়ের একটি ভিডিওতে তার মারা যাওয়ার দাবি জুড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, আলোচিত দাবিটি যাচাইয়ে ২০২১ সালের ১৪ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে ‘দুপুরের সময় | দুপুর ২টা | ১৪ ডিসেম্বর ২০২১ | সময় টিভি বুলেটিন টু পিএম | লেটেস্ট বাংলাদেশি নিউজ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনের একাংশের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

সময় টিভির ওই প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২১ সালের ১৪ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। অর্থাৎ এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১২ ডিসেম্বর ২০২৪



আরো খবর: