শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে কাল

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে কাল


নয়াদিল্লি, ০৬ অক্টোবর – ভারতের মাটিতে গতকালই (বৃহস্পতিবার) পর্দা উঠেছে ১৩তম বিশ্বকাপ আসরের। তবে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল থেকে, প্রতিপক্ষ আফগানিস্তান। ওয়ানডে ফরম্যাটের অতীত পরিসংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি দেখায় বাংলাদেশ বেশ এগিয়ে আছে। বিশ্বকাপেও তাদের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। সেই তুলনায় আফগানরা এবার শক্তি-সামর্থ্য নিয়েই মাঠে নামছে। তবে ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ, শেষ সময়ের প্রস্তুতি সেরেছে তারাও।

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে প্রথম বাধা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আজ সে কথা স্পষ্ট করেই বলেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ‘আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। আপনি আমাকে যখন সঠিকভাবে জিজ্ঞেস করেছেন সত্যিকারার্থেই কেমন সুযোগ আছে? তার জবাবে আমি বলবো আমরা যদি চার-পাঁচটা ম্যাচ জিতি তাহলে সেমিফাইনাল বা নক-আউট স্টেজে খেলতে পারবো। এটা আমাদের প্রথম লক্ষ্য। এই জিনিসটা করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। তবে প্রথমে সেমিফাইনালে যেতে হবে আমাদের।’

এ সময় বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচের ওপেনিং নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আপনি সঠিকভাবে উল্লেখ করেছেন যে (ওপেনিংয়ে) আমাদের হাতে কিছু বিকল্প রয়েছে। সুতরাং আমরা আগামীকাল সকালে এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য আরও ভালো পরিস্থিতিতে থাকব। আমরা প্রথমে ব্যাট করলে (ওপেনিংয়ের জন্য) কারা নামবে এবং পরে ব্যাট করলে কারা খেলবে সেটা আপনি আগামীকাল দেখতে পাবেন।’

দলের তরুণ ক্রিকেটারদের নিয়েও আশাবাদী হাথুরু, ‘আমাদের মনে হয় চার-পাঁচজন ক্রিকেটার আছে ওই (অনূর্ধ্ব-১৯) বিশ্বকাপ থেকে। তারা কিছু ইতিবাচক জিনিস নিয়ে আসবে দলে। কারণ অতীতেও তারা এটা করেছে, অনেক এনার্জি আছে। পুরো দল এমনকি আমার স্টাফদের নিয়েও আমি রোমাঞ্চিত। কারণ বিশ্বকাপ চার বছরে একবার আসে। এটা আইসিসির ক্যালেন্ডারের অন্যতম বড় টুর্নামেন্ট। আমাদের বড় প্রত্যাশা আছে।’

অন্যদিকে, আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী জানিয়েছেন, ‘আমাদের নজর দিতে হবে নিজেদের শক্তি ও তাদের (বাংলাদেশের) দুর্বলতায়। গত ম্যাচে যা হয়েছে, আমাদের সেটা থেকে শিখতে হবে। তারা আমাদের চেয়ে ভালো ছিল। আমরা সেটি থেকে শিখবো ও আগামীকাল তা প্রয়োগের চেষ্টা করবো। ইতিবাচক থাকার চেষ্টা করবো আমরা। তাদের প্রতিটি খেলোয়াড়ের ব্যাপারেই পরিকল্পনা আছে। আমরা প্রতিটি খেলোয়াড়ের শক্তি ও দুর্বলতা জানি ভিডিওর মাধ্যমে।’

এর আগে বাংলাদেশ ও আফগানিস্তান বিশ্বকাপের ২০১৫ ও ২০১৯ আসরে একবার করে মুখোমুখি হয়েছিল। যার দুটিতেই বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সবমিলিয়ে দল দুটি এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ১৫ ম্যাচে মোকাবিলা করেছে। যেখানে বাংলাদেশের জয় ৯টিতে এবং আফগানরা জিতেছে ৬টি।

ভারতের ধর্মশালায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। কোচ হাথুরুসিংহে সেখানকার পিচে বেশ রান উঠতে পারে বলে আভাস দিয়েছেন। দেশের কোটি দর্শকের স্বপ্ন পূরণে শুরুর ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। এরপর বিশ্বকাপের প্রথম রাউন্ডে আরও ৮টি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৬ অক্টোবর ২০২৩





আরো খবর: