মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টরন্টো সংস্কৃতি সংস্থা (টিএসএস)-র বার্ষিক উৎসব ২০ ও ২১ মে

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৭ মে, ২০২৩


ছবিতে নাটকের একটি ওয়ার্কশপে নাট্যকার প্রার্থপ্রতিম দেব এর সাথে অংশগ্রহণকারীরা

টরন্টো, ১৬ মে- বৃহত্তর টরন্টোর বাঙালিদের অন্যতম সাংস্কৃতিক সংগঠন টিএসএস এর বার্ষিক পারফর্মিং আর্ট উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১ মে, ২০২৩ (শনিবার ও রবিবার)। ইটোবিকোর মাইকেল পাওয়ার সেন্ট জোসেফ হাই স্কুল অডিটোরিয়ামে আয়োজিত বর্ণিল এই উৎসব অনুষ্ঠিত হবে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। চলতি বছরে সংগঠনটি ১৯ বছরে পদার্পণ করলো।

দুইদিন ব্যাপী এ উৎসবে যোগ দিতে আসছেন কলকাতা থেকে বিশিষ্ট সংগীত শিল্পী জয় সরকার, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য ও নাট্যকার পার্থপ্রতিম দেব। এছাড়া বিভিন্ন পরিবেশনায় থাকছে সম্ভয়া, নহন্যাতে, টিএসএস কয়্যার, স্মরণের প্রহরে ও অন্যস্বর টরন্টো।

অনুষ্ঠানের মান, সময়ানুবর্তীতা, সকল বয়সীদের জন্যে নান্দনিক উপভোগ্য বিষয়ভিত্তিক অনুষ্ঠানাদির কারণে ইতিমধ্যে টিএসএসএর বার্ষিক এ আয়োজন বাঙালিদের একটি অন্যতম সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। উৎসবের প্রধান লক্ষ্য হচ্ছে বাঙালী প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া।


আরো খবর: